সভাপতির বানী
বিসমিল্লাহীর রহমানির রাহিম। সম্মাসিত অভিভাবক/অভিভাবিকা আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। মনোরম পরিবেশে ১৯৯৫ ইং সাল থেকে এই প্রতিষ্ঠানটি উক্ত জনপদে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তার করে যাচ্ছে । রাজশাহী জেলার পবা উপজেলাধীন শাহমখদুম থানার অন্তরগত ৫নং হড়গ্রাম ইউনিয়নে, খিরশিন নতুন ফুদকীপাড়া, পুরাতন ফুদকীপাড়া, খিরশিন টিকর, সিলিন্দা, ফকিরপাড়া, ডাড়ার ধার এই কয়েকটি গ্রামের সমন্নয়ে অত্যান্ত মনোরম পরিবেশে স্কুলটি গড়ে উঠেছে। খিরশিন মৌজার নামে স্কুলটির নামকরণ করা হয়। খিরশিন মডেল হাই স্কুলটি রাজশাহী শহরের অতি সন্নিকটে রাজশাহী সিটি হাটের পশ্চিমে, রাজশাহী বিভাগীয় ক্রীকেট স্টেডিয়ামের উত্তর পাশে, রাজশাহী সিটি বাইপাস অবায়ের মোড়ের শন্নিকটে। ২০০১ ইং সাল হতে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক শাখায় শিক্ষার্থীরা পড়াশুনা করে আসছে। বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ, সু-শিক্ষার মাধ্যমে সুনাগরীক তৈরী আমাদের মূল লক্ষ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মকাÐে এ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির দক্ষ মেধাবি, প্রশিক্ষিত ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও উন্নতি কামনা করছি।